মেহেরপুরে নির্বাচন পরবর্তী প্রতিহিংসার জের ধরে আওয়ামীলীগের এক নেতার তিন বিঘা জমির তামাক কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর-শালিকা সড়কের পাশে কুলুইবড়ি মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ চাষি হাফিজুল ইসলাম বুড়িপোতা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। চাষি হাফিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে তামাকের জমিতে শ্রমিক গিয়েছিল আগাছা পরিষ্কার করার জন্য। এসময় সে আমাকে ফোন দিয়ে তামাক কেটে দেওয়ার ঘটনা বলে৷ আমি গিয়ে দেখি তিন বিঘা জমির তামাক কেটে তছনছ করা হয়েছে। আমি গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকার পক্ষে প্রচার প্রচারণা করেছি। সেই সাথে ৭ নং ওয়ার্ড সদস্য প্রার্থী ইসমাইল হোসেন এর নির্বাচনী প্রচারণা করেছি। তারই জের ধরে প্রতিপক্ষরা নির্বাচনের আগ থেকেই বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিলো। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। ৭ নং ওয়াডের্র ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, নির্বাচনে আমি জয়লাভ করার পর থেকে আমার কর্মীদের উপর আমার প্রতিপক্ষরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। । আবার বৃহস্পতিবার ভোর রাতে আমার আরও এক কর্মীর তামাক কেটে তস নসকরেছে। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্জামান বলেন, নির্বাচনী প্রতিহিংসার জের ধরে গত ৩০ তারিখ এক পরাজিত ইউপি সদস্য প্রার্থীর ৪শ কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার তামাক কাটা হলো। এটা একজন চাষির জন্য খুবই ক্ষতিকর। আমরা বুড়িপোতা ইউনিয়নের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, যে বা যারা এর সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতাও আনা হোক। সদর থানার ওসি শাহ দারা খান জানান, এ ঘটনায় এখনো কেও অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে