১০ টাকা জমা দিয়ে ১২% সুদের বিনিময় এক লক্ষ টাকা ঋণ। ১ লক্ষ টাকা জমা দিয়ে ১০ লক্ষ টাকা ঋণ। জামানত হিসাবে টাকা জমা দেয়ার এক সপ্তাহের মধ্যেই ঋণের প্রলোভন দেখিয়ে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে সোনালী ফাউন্ডেশন নামের একটি ভুয়া সংগঠন। ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহিদ মেহেরপুর শহরের যাদবপুর ব্রিজের কাছে একটি বাসা ভাড়া নিয়ে সোনালী ফাউন্ডেশন মেহেরপুর ব্রাঞ্চ খুলে বসে। কয়েক সপ্তাহ পূর্বে ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহিদ মেহেরপুর শহর সহ শহরের আশেপাশের গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্বারস্থ হয়ে তাদেরকে মোটা অংকের লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।