ডেস্ক রিপোর্ট: মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে তেতুলবাড়িয়া ইউনিয়নের ৪৮ জন দুস্থ মহিলা মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলী।