নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার বারাকপুরের একটি ইটভাটার অফিস রুমের ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু ও রামদা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
রবিবার বিকেলের দিকে সদর উপজেলার বারাকপুর গ্রামের চঞ্চলের ইট ভাটার অফিস রুমের ছাদ থেকে বোমা সাদৃশ্য ৫ টি বস্তু এবং ১২ টি রামদা উদ্ধার করেন।
জানা গেছে রবিবার বেলা ১১ টার দিকে চঞ্চলের ভাটায় কাজ করতে যাওয়া মিজান নামের এক শ্রমিক ছাদের উপরে উঠে বোমা সাদৃশ্য বস্তু ও দেশীয় তৈরি রামদা গুলো দেখে ভাটার মালিককে খবর দেন। ভাঁটার মালিক পরে পুলিশকে খবর দিলে, দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। পরে ছাদের উপর থেকে লাল কসটেপে মোড়ানো বোমা সাদৃশ্য ৫টি বস্তু এবং বড় ধরনের ১২ টি রামদা উদ্ধার করেন।