মোছা: মদিনা খাতুন নামে এক নারী তার প্রেমিকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
অভিযোগে জানা যায় মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে শোভনুজ্জামান অনিক একই গ্রামের মদিনা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ৬ জুলাই আনিক বিবাহের কথা বলে মদিনাকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে জোরপূর্বক ধর্ষন করে। পরবর্তীতে গ্রামের শালিসিতে উভয়ের মধ্যে বিবাহের সিদ্ধান্ত হয় কিন্তু অনিক না মানায় মদিনা নিজে বাদী হয়ে মেহেরপুর থানায় একটি ধর্ষনের মামলা করে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনী ২০০৩এর ৯(১)ধারায় মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। যার মামলা নং-১৯ তাং- ২৭/০৭/২১ ।