নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে আরএফএল কোম্পানির সকল পণ্য ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষণা করেছে মেহেরপুর পরিবেশ সমিতি।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভা থেকে জানা যায় আরএফএল কোম্পানি মেহেরপুর জেলা পরিবেশ সমিতি সহ জেলার বিভিন্ন ব্যবসায়ীদের অবজ্ঞা সহ বিরুপ আচরণ ও মন্তব্য করেছে সে জন্য
জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পরিবেশক সমিতির উপদেষ্টা ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, উপদেষ্টা আলহাজ্ব আলি হোসেন, আজিজুর রহমান, গোলাম মোস্তফা, সভাপতি হাসেম আলী, সহ-সভাপতি আকবর আলী বিশ্বাস সহ সকলে মেহেরপুর আরএফএল কোম্পানির মালামাল ক্রয় বিক্রয় বন্ধ ঘোষণা করেছে। এই সময় সহমত প্রকাশ করেছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবু হোসেন কাকন, নির্বাহী সদস্য সোমেল রানা, সাদরুল ইসলাম, মেহেদী হাসান পলাশসহ আর এফ এল এর সাধারণ পরিবেশক বৃন্দ।