মেহেরপুরের গাংনী বাজারে আলমসাধু গাড়ি উল্টে চালকসহ ৩জন আহত হয়েছেন। আহতরা হলেন- গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জালশুকা গ্রামের রবগুল হোসেনের ছেলে আলগামন চালক মিনারুল ইসলাম (৩৫), একই গ্রামের আলতাব হোসেনের স্ত্রী আলমসাধু গাড়ীর যাত্রি জেসমিন খাতুন (৩৪) ও সিদ্দিকুর রহমানের ছেলে যাত্রি শাহিন হােসেন (২৮)। রবিবার সকাল ৭টার দিকে গাংনী-হাটবােয়ালিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাজারের সবজি আড়তের সামনে এ দূর্ঘটনা ঘটে। জালশুকা আনারুল ইসলাম জানান, জালশুকা গ্রামের শাহিনসহ ৮জন শ্রমিক একটি (শ্যালােইঞ্জিন চালিত যানবাহন) আলমসাধু গাড়ীযােগে তামাকের কাজের জন্য একই উপজেলার ধর্মচাকী গ্রামে যাচ্ছিলেন। তারা গাংনী বাজারের কাঁচা আড়তের কাছে পৌঁছালে গাড়ি চালক শাহিনের পরনের লুঙ্গি গাড়ীর বেল্টের সাথে জড়িয়ে যায়। এ সময় গাড়ীটি উল্টে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় লােকজন আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জেসমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
previous post