নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। আর এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিনিয় সর্বস্তরে অভিযান চালাচ্ছে প্রশাসন।
আজ ৮ জুলাই রোজ বৃহস্পতিবার মেহেরপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী বিজিবি সহ পুলিশ সদস্যরা। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানান প্রশাসন।
সেই সাথে বিধি নিষেধ অমান্য করে যে সকল দোকান পাট পরিচালনা করা হচ্ছিল তাদের ভ্রাম্যমাণ আদালত নগদ অর্থ দন্ড প্রদান করেন।
এবং পথচারী দের বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেন শুধুমাত্র প্রয়োজন ছাড়া যেনো বাড়ির বাইরে বের না হন সে বিষয়ে নির্দেশ দেন।