আজ শনিবার সূর্যদয়ের সাথে সাথে মেহেরপুর সার্কেট হাউজ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।সকাল সাড়ে ৬ টার সময় শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ সৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম সহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পুষ্পমাল্য অর্পণ শেষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকায়াজ অনুষ্ঠিত হয় ও কুচকাওয়াজের প্রথম দ্বিতীয় তৃতীয় সবাইকে পুরস্কৃত করা হয়।