শরীফ মাহমুদ
মেহেরপুর সদর উপজেলা নতুন দরবেশ পুর গ্রামে আলম সাদু ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় হাসান , পিতা হযরত আলী
যানা যায়, হাসান আলী আলম সাদুর চালকের স্থলে ছিলেন যার কারণে পায়ে আঘাত লেগে ধারণা করা হচ্ছে পাওটি ভেঙে গেছে।
অন্যদিকে মোটরসাইকেল আরোহীর তেমন কোন বড় আকারের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
সংঘর্ষের পর স্থানীয় ও পথচারীরা পুলিশকে ফোন করলে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।