মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড শেখ পাড়ায় ঘরের ভিতরে কফ থুতু ফেলা কে কেন্দ্র করে মিরাজুর রহমান সুমনের বাড়িে ভাংচুর করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বার্তা মেহেরপুর কে জানিয়েছেন সুমন। তিনি আরো জানান বাড়ির পাশে আনারুল ইসলামের দুই ছেলে রশিদুল ইসলাম ও,রাসেল তাদের ঘরের জানালা দিয়ে সুমন এর,ঘরের ভিতরে কফ থুতু ফেলে সুমন ও অভিযুক্ত রশিদুল এর ঘর পাশাপাশি হওয়ায় এমন কাজ রশিদুল এর আগেও করেছে, এই ব্যপারে সুমনের স্ত্রী সোনিয়া খাতুন এর সাথে রশিদুল ও রাসেল এর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে অভিযুক্তরা সুমনের বাড়ি ঘেরাও করা টিনের বেড়া ভাংচুর করে এবং বাড়ির ভিতরে প্রবেশ করে সুমন এর স্ত্রী সোনিয়াকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেই। এসময় সুমন বাড়ি না থাকাই অভিযুক্তরা সুযোগ পেয়েছে বলে যানায় সুমন। এই ব্যপারে সঠিক বিচার চেয়ে মেহেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুমন।
previous post