মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হেরোইন সহ সিরাজ সিকদার নামের এক মাদক ব্যাবসায়ী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিণপাড়া থেকে সিরাজ সিকদারকে আটক করা হয়।
আটক সিরাজ সিকদার আমঝুপি দক্ষিণপাড়ার মেছের আলীর ছেলে। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিণপাড়া অভিযান চালান। এসময় সিরাজ সিকদারকে আটক করার পর তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।