নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর ছাগল চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা খেলেন বাবু নামক এক ব্যক্তি। ৭ নং ওয়ার্ড এর দেলুয়ার হোসেন এর বাড়ি থেকে বিকেলে ছাগল চুরি করতে গেলে জনগণের হাতে ধরা খায় । জানা যায় বাবু ১ নং ওয়ার্ড এর মৃত শোকুর আলীর ছেলে । এই সময় বাবু ইসলাম কে জনগণ পুলিশ এর হাতে তুলে দেন।