মেহেরপুর সদর উপজেলা ওয়াপদা মোড়ে আলু ফসলের মাল্টি লোকেশন পারফরম্যান্স যাচাই উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সালকির মাঠে উপ-পরিচালক( টিসি )মোহামিনহাজুল ইসলাম (বিএডিসি )বারাদি মেহেরপুর এর আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ এস এম রেজাউল হুদা যুগ্ম পরিচালক চিৎলা ভিত্তি পাট বীজ উৎপাদন খামার গাংনী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শামসুল আলম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জন কুমার প্রামানিক বীজ প্রত্যায়ন অফিসার মেহেরপুর। অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন যুগ্ন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আরো উপস্থিত ছিলেন বারাদি বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক মোঃ হাফিজুল ইসলাম, মেহেরপুর কন্টাক গ্রসের উপ-পরিচালক মোঃ এনামুল হক ,আমঝুপি সবজি ও বীজ খামারের উপ-পরিচালক গোলক নাথ বণিক ডাল তৈল বীজ খামারের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ বীজ ডিলার আরমান আলী প্রমুখ।
previous post