হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলায় ঠাণ্ডা বাতাসের দাপট আর কনকনে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিমহিম ঠাণ্ডা আর হালকা কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিন্ম আয়ের মানুষ গুলোকে।
মাঘের এই তীব্র শীতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সুবলপুর আশ্রয়ণ প্রকল্পে উদ্যোগে
অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা
দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াতে
ভালোবাসার উপহার হিসেবে কম্বল বিতরণ করলেন
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান গতকাল রবিবার ৭ ফেব্রুয়ারী দুপুরে দিকে দামুড়হুদা উপজেলার সুবলপুর আশ্রয়ণ প্রকল্পে উদ্যোগে অসহায়,দুস্থ শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে কম্বল তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। শীত বস্ত্র বিতরণ কালে নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, ‘শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। এ অনুভূতি প্রকাশ করা কঠিন। দামুড়হুদার সুবলপুরে সকল শীতার্ত অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এবং আগামীতেও মানুষের পাশে থাকবো। এমন একটি ভালো উদ্যোগ গ্রহণ করায় সুবলপুর আশ্রয়ণ প্রকল্পেকে সাদুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় সচেতন মহল।