মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে । আজ দুপুর ২টার সময় মেহেরপুরের প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাকে কুষ্টিয়ার ত্রিমোহনীতে রেখে আসার পথে গাংনীর বামন্দীর দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায় এমনটি জানিয়েছেন সরকারি মেহেরপুর জেলা প্রাণী সম্পদ বিভাগের পিকআপ চালক মোঃ শাহাজাহান বাবু তিনি আরো জানান এই পিকআপটি করে সরকারি ন্যায্যমূল্যে ভ্রাম্যমান ডিম সবজি ইত্যাদি বিক্রয় করা হয়। যথাক্রমে ঃ গাড়ি দুটির নাম্বার পিকআপ নং ঠ-১১-২৬৫৫, ট্রাক নং ড-১৪-৪২৫৮। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম এসে পিকাপটিকে উদ্ধার করে ।
previous post