শনিবার( ৯ সেপ্টেম্বর) রাতে সদর থানার এএসআই শাকিল খানের অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার কি তোরা হল, সি আর ৪১৫ / ১২ নং মামলার এক বছরের সাজা পাপ তো রাজনগর গ্রামের ইমদাদুল ছেলে রহমান( ৩৫), জিআর ৯৩ / ১৯ নং মামলার আসামি কুতুবপুর গ্রামের মোহাম্মদ আলী ছেলে( ৪০), নারী ও শিশু নির্যাতন ৯৯/ ১৯ নং মামলার আসামি ময়ামারি গ্রামের নিরু মালিথার জসীমউদ্দীন (৪৫),একই মামলার আসামি আব্দুল মালেকের ছেলে আরিফ হোসেন( ৩০), সি আর ৩৩৭ /২৩ নং মামলার আসামি কোলা গ্রামের ফজলুল হকের ছেলে আলামিন( ৩২), সি আর ৩৮২/ ২৩ নং মামলার আসামি মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার রিফাজ এর ছেলে (৩৪) মহিউদ্দিনের স্ত্রীশাহিনা খাতুন(৫০), ছেলে ইলিয়াস হোসেন (৩০)সি আর ৮৪৪/২৩ মামলার আসামি মল্লিকপাড়া এলাকার মসজিদের ছেলে মহিউদ্দিন (৫০), ও শহরের নতুন পাড়া বাবর আলীর ছেলে হোসেন ডাবলু হোসেন( ৩৬)।
মেহেরপুর সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, এইসব গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন। এবং আজ রবিবার ১০ই সেপ্টেম্বর বারোটার দিকে গ্রেফতার কি তোদের আদালতেপাঠানো হয়েছে।