মেহেরপুর কাথুলী বাস স্ট্যান্ড ট্রাকের ধাক্কায় তাহাজ উদ্দীন (৩৫) নামের এক পাখি ভ্যান চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহাজ উদ্দীনের মেহেরপুর পৌরসভার শেখ পাড়ার মৃত শুকুর উদ্দিন ছেলে। শেখপাড়া একটি টাইসের দোকানের মালামাল আনা নেওয়া করেন । কাথুলী বাসষ্ট্যান্ড এলাকায় প্রাইজ নাম্বার দিয়ে আসার পথে পিছন সাইড দিয়ে ট্রাকে পাখি ভ্যান কে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাখি ভ্যানচালক নিহত হয় ।খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে ।স্থানীয়রা জানান, একটি পাখি ভ্যান নিয়ে পাশ্বসড়ক থেকে মেহেরপুর কাথুলী সড়কে উঠছিল। এসময় বড়বাজার দিকে আসা একটি চলন্ত ট্রাকের ধাক্কায় পাখি ভ্যান চালক তাহাজ উদ্দীন সড়কে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়।
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১
previous post
