দুর্নীত, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধ ও রোগীবান্ধব হাসপাতাল নিশ্চিতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এই মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমুল হোসেন মিন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান লিটন, শেখ শাপলা, খন্দকার মুইজ, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম, জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা এই মেহেরপুরকে চাঁদাবাজ মুক্ত, ঘুষখোর মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর পরিচ্ছন্ন মেহেরপুর হিসেবে দেখতে চাই। এই হাসপাতালের সুন্দর অবকাঠামোগুলো দাঁড়িয়ে থাকলে হবে না, এটা যারা পরিচালনা করে তাদের অবকাঠামোও সুন্দর হতে হবে, মানবিক হতে হবে। এই তত্ত্বাবধায়ককে স্বেচ্ছাচারিতায় আমাদের স্বজনরা জীবন হারাবে মেহেরপুরবাসী হিসেবে আমরা সেটা কামনা করি না। আপনার যে নৈতিক অবক্ষয় হয়েছে সেখান থেকে আপনি ফিরে আসুন, মানুষের প্রতি মানবিক হন।
বক্তারা আরও বলেন, এই হাসপাতাল বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গেছে। একটি হাসপাতালে তৈরী হয় সর্বসাধারণের চিকিৎসা এবং সেবা দেওয়ার জন্য। কিন্তু বর্তমানে এই হাসপাতালে প্রবেশ থেকে শুরু করে প্রতিটি স্তরে টাকা দিয়ে ঢুকতে হয়। বর্তমান তত্ত্বাবধায়কের ঠিক মতো অফিস না করা, রোগীদের প্রতি অনীহা, উগ্র আচরণ সহ নানা অভিযোগ তুলে দ্রুত তার অপসারণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।