মেহেরপুরে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালোনা কারি ২জনকে গ্রেফতার করেছে সাতক্ষীরা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকায় ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে মোরশেদুল আলম লিপু গাজী (২৮) ও মেহেরপুর সদর উপজেলার বামুন পাড়া গ্রামের মাসুদুল আলমের ছেলে মুসাঈদ আলম(৩০)। ঐসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬ টি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ।