মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মুজিবনগর মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (২৫শে সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯:৩০ মিনিটে মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (BYFC) এর সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ হয়। পরে মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: শামিমুল ইসলাম, অধ্যক্ষ , মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ , মুজিবনগর,মেহেরপুর, প্রধান অতিথি পলাশ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর,প্রধান অতিথি তিনি বলেন, এই ভয়াবহ ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে হলে পরিবার, সমাজের প্রচেষ্টা প্রয়োজন। অভিভাবকদের দায়িত্ব সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলা।
তিনি আরও বলেন, প্রত্যেক ছাত্রদের সু-শিক্ষার মানুষের মতো মানুষ হতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (BYFC) , আবু হাসান শাহারিয়ার,প্রান্ত,শিশু সুরক্ষা, সমাজ কর্মী , মুজিবনগর, জসীম উদ্দীন, ইন্সট্রাক্টর, পল্লব বিশ্বাস, জুনিয়র ইন্সট্রাক্টর, শাহারিয়ার কবির, জুনিয়র ইন্সট্রাক্টর , জুয়েল রানা, জুনিয়র ইন্সট্রাক্টর, মো: রুবেল, জুনিয়র ইন্সট্রাক্টর, আক্তারুজ্জামান, জুনিয়র ইন্সট্রাক্টর, সভায় বক্তারা বলেন, মাদকের ছোবল থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। অভিভাবককে সতর্ক থাকতে হবে এবং সমাজের প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ মহতী অনুষ্ঠানে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং এটি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে, অনুষ্ঠানে জন অমৃত মন্ডল , মাদক বিরোধী শ্লোগান এর মাধ্যামে অনুষ্ঠানটি শেষ হয়।