চুয়াডাঙ্গার আলোকদিয়া নতুনপাড়ায় তোফাজ্জলের চাতালের পিছনে ভাইয়ের ছেলে ১৭ বছর বয়সী যুবক মিরাজকে কুপিয়ে হত্যা করেছে মামা ভাগ্নে, বাবু ও রাজু নামের দুই ব্যাক্তি এসময় ঠেকাতে মিরাজের বাবাকেও এলোপাতাড়ি কোপে গুরুতর আহত করা হয় । আজ ২৬ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে আলোকদিয়া নতুন পাড়ার মেসার্স তোফাজ্জল হোসেনের চাতালের পাশে এই ঘটনা ঘটে। নিহত মিরাজ আলোকদিয়া বাজারপাড়া তৈয়ব হোসেনের ছেলে।, এবং ঘাতক বাবু একই পাড়ার জহুরউদ্দিনের ছেলে ও রাজু রহমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, নিহত মিরাজের ফুফু সকিনা খাতুন ও চাচা রাজু বলেন, জমি জমার কোন্দল থেকেই মিরাজ ও তার বাবাকে হত্যা করেছে তারা। এঘটনায় ঘাতক মামা ভাগ্নে বাবু ও রাজুকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এদিকে ছেলে মিরাজ ঘটনা স্থলেই মারা গেলেও গুরুতর আহত অবস্থায় বাবা তৈয়বকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে কিছু সময়ের ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি