মেহেরপুরের শ্যামপুর গ্রামে নিজ জমিতে কৃষি কাজ করার সময় বিষধর সাপের দংশনে আতিয়ার হোসেন নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্যামপুর এলাকার মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান বিকেলের দিকে আতিয়ার হোসেন নিজ জমিতে কৃষি কাজ করছিলেন এমন সময় বিষধর সাপের দংশনে সেখানে লুটিয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮:৪৫ মিনিটের দিকে আতিয়ার হোসেন মৃত্যুবরণ করেন।