মেহেরপুর প্রতিনিধি(১৯/০৮/২০২৫):
মেহেরপুরের গাংনীর কাজীপুর সিমান্ত দিয়ে নারী শিশু ও পুরুষ সহ ৩৯ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কাজিপুর সিমান্তে ১৪৭ নং মেইন পিলারের কাছে তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতরা সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলহাজাতে প্রেরণ করে। কারাভোগ শেষে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বাংলাদেশ বিজিবির কাছে। বিজিবি কাজিপুর ক্যাম্প জানিয়েছে ভারত থেকে আসা সকলেই বিজিবি হেফাজতে রয়েছে, তাদের তথ্য যাচাই বাছাই শেষে গাংনী থানায় সোর্পদ করা হবে।
previous post