বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা আমদাহ ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমদাহ ইউনিয়নের আমীর মাওঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর মাওঃ তাজউদ্দিন খান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমদাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম মাস্টার, জেলা নায়েবে আমীর মাওঃ মাহবুব-উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওঃ কাজী রুহুল আমিন, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ আঃ রউফ মুকুল।
এছাড়াও এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।