বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) মেহেরপুরের গাংনী উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে সভাপতি বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, সাধারণ সম্পাদক মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল সাংগঠনিক সম্পাদক হিসেবে ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন রাজা নির্বাচিত হন। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) গাংনী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ের সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। মেহেরপুর জেলা শাখার বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এ সময় উপজেলার কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
previous post
