আলমডাঙ্গায় বাসের ধাক্কায় রাজিবুল হক (৩০) নামের এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন। (১২ জুন) বুধবার সকাল ৭ঃ৩০ মিনিটের সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের কুয়াতলা-মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিবুল উপজেলার হারদি ইউনিয়নের হারদী থানা পাড়ার গ্রামের বুদো মন্ডলের ছেলে।
পরিবার সুত্রে যানা যায়, বুধবার সকালে নিজ বাড়ি হতে মোটরসাইকেল নিয়ে ক্রয়কৃত গরু হাটে আানার উদ্দেশ্যে হাটবোয়ালিয়া এলাকার দিকে রওনা হয়।
পপথিমধ্যে হারদী কুয়াতলা-মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এসবি পরিবহন যার নং ঢাকা মেট্রো-১৪-৮৯৯৮এসে সজোরে ধাক্কা দিলে রোডে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়।স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।তিনি একটি কন্যাসন্তানের জনক এবং বর্তমানে স্ত্রী গর্ভবতী।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান বুধবার সকালে হাটবোয়ালিয়ায় যাবার পথে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ বিষয়ে তাঁর পরিবার থানায় অভিযোগ দিলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। তবে চালক ও হেলপার পালিয়েছে।