মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল সিস্টেমের আওতায় স্কুল পর্যায়ে “বাল্যবিবাহ নিরোধ ঘন্টা” বিষয়ক সচেতনতামূলক সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ মিলনায়তনে এ সচেতনতামূলক সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়ার সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।
এ সময় আলোচনা সভায় অতিথি বক্তারা বলেন, বাল্যবিয়ের কারণে মেয়েশিশু কেবল পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে না তা নয়, পূর্ণ বয়সে পৌঁছেও যোগ্য, দক্ষ ও কর্মক্ষম হিসেবে পরিবার, সমাজ ও রাষ্ট্রে তার যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হন। বাল্যবিয়ে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ১৮ বছরের নিচে, ছেলেদের ক্ষেত্রে ২১ বছরের নিচে। ১৮ বছর বয়স হলে বোঝার ক্ষমতা তৈরি হয় আর ছেলেদের ক্ষেত্রে ২১ বছর। এছাড়াও বাল্যবিবাহ নিরোধ ঘন্টায় চারটি পদ্ধতি ব্যবহার, বাল্যবিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ নিরোধে শপথবাক্য পাঠ করানো হয়।