মেহেরপুরের গাংনীতে ৬ষ্ট ধাপে চলা ভোট গ্রহনে ভোটারদের প্রভাবিত করার অপরাধে এক পোলিং এজেন্ট করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ভূয়া আনসার সদস্য কে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে
বিচারকরা আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন পোলিং এজেন্ট সাইদুল ইসলাম ও ভূয়া আনসার সদস্য বায়েজিদ আল নোমাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গাংনীর চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন এর পোলিং এজেন্ট সাইদুল ইসলাম ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনীর সহকারী ভূমি কমিশনার নাদির হোসেন শামিম আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ সাইদুল কে কারাগারে প্রেরণ করে। অপরদিকে একই উপজেলার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য গোপন করে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে আনসার সদস্য দায়িত্ব পালন করায় বায়েজিদ আল নোমান নামের এক ভুয়া আনসার সদস্যকে তিন হাজার টাকা জরিমান দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।