সারাদেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (২ মে) সূত্র নং বিএনপি/সাধারণ/৭৭/১০৭/২০২৪ স্বারকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে জানানো হয়।
গত ১৫ই এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্তগৃহীত হয়। পত্রে জানানো হয় আগামী ২১ মে দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনি প্রার্থী হয়েছেন এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আপনি প্রার্থীতা প্রত্যাহার করেননি যাহা দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।
সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা হোয়াইটসঅ্যাপ বা অন্য কোন মাধ্যমে পত্রপ্রাপ্তির কিংবা ফোনে অবহিত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টোক জানান, আমি এই মুহুর্তে চিঠির কোন জবাব দেব না বা আমার এ চিঠির ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য নাই।
উল্লেখ্য; উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৃহষ্পতিবার (২ মে) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টোকে কৈ মাছ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।