গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী থানা পুলিশ বিশেষ অভিযানে ১১৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৪০০ গ্রাম গাঁজা সহ ০৫ মাদক কারবারীকে আটক করেছে।এসময় তাদের নিকট হতে ১১৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, ৪০০ গ্রাম গাঁজা। নগদ ১৫০০ টাকা ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গত বৃহষ্পতিবার রাতে পুলিশের বেশ কয়েকটি টীম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।এ ঘটনায় আটকৃতরা হলেন
গাংনীর করমদি গ্রামের আয়ুব আলীর পুত্র লিটন(৩৯)ও ছাদের আলীর ,আলীর ছেলে স্বপন(৩৭) পলাশী পাড়ার মৃত সুজা উদ্দীনের পুত্র, টেফেন ওরফে খালিদ মাহমুদ(৩০), ছাতিয়ান গ্রামের আলতাফ হোসেনের পুত্র স্বজল(২৭) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নগর বোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মামুনর রশীদ(৩০)এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।এ বিষয়ে
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম বলেন, মাদক পাচার রোধে থানা পুলিশ অভিযান চালায়। এসময় গাংনী উপজেলার করমদি গ্রাম থেকে স্বপন ও লিটনের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল, হিন্দা গ্রামের রাস্তায় টেফেনের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির ১৫০০ টাকা জব্দ করা হয়। এ ছাড়াও বাওট গ্রামের রাস্তা থেকে মামুনর রশীদ ও বামন্দী বাজারের রাস্তায় স্বজলের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
