আলমডাঙ্গা থেকে আল- আমিন হোসেনঃ
আলমডাঙ্গায় আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন করা হয়েছে।
১৮ ই এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুইটাই আলমডাঙ্গা উপজেলাধীন কুমারী বাজারে অবস্থিত নোঙ্গর কফি হাউজে এ কমিটি গঠন করা হয়।
আলমডাঙ্গা উপজেলা বিসিডিএস শাখার সভাপতি আলী আকবর আকুর সভাপতিত্বে এবং ডাঃ বাদল রশিদের উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি এম জামশেদ খান, উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নওশাদুল ইসলাম, আর এম পি চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম সদস্য শ্রী অমল কুমার বিশ্বাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন পরশ।
আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমানের সম্মতিতে কমিটিতে জাকিরুল ইসলামকে আহবায়ক ও জহুরুল ইসলামকে যুগ্ন-আহব্বায়ক হিসেবে ঘোষনা করে ও ৩১ বিশিষ্ট কমিটি গঠন করে আগামী একসপ্তাহের ভেতর জেলা কমিটিকে অবহিতকরন এবং আগামী তিন মাসের ভেতর উপজেলার সকল ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশ দেয়।
