গাংনী প্রতিনিধি
সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার ও কিডনী সমস্যাসহ জটিল ও কঠিন রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথী হিসেবে এ চেক বিতরণ করেন ৭৪ মেহেরপুর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।এসময়
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনীর পৌর মেয়র আহম্মেদ আলী।অনুষ্ঠানে
৩২ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। এসময় গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার আরশেদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও চেক গ্রহণ কারী সকল সদস্য উপস্থিত ছিলেন।
