আলা-আমিন হোসেনঃ
আলমডাঙ্গার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের ছেলে শাহরিয়ার আনাস বন্ধুদের সাথে ঘুরতে যেয়ে চট্টগ্রাম পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছে ।
জানা গেছে আলমডাঙ্গায় বণিক সমিতির সাধারণ সম্পাদকের ছেলে বন্ধুদের সাথে পিকনিকে বেড়াতে যান চট্টগ্রামে। সেখানে চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় থেকে ছবি ওঠার সময় পা ফসকে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। পরে প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থল থেকে শাহরিয়ার আনাস এর লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।তিনি বেসরকারি মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শাহরিয়ার আনাসের বাবা আব্দুল্লাহ আল মামুন জানান তার ছেলে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা ছিল সেটা আর পূরণ হলো না। অকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। তার মৃত্যুতে আমি অনেক শোকাহত। তিনি আরো জানান আমার ছেলে বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করেন। পড়াশোনার সময় বন্ধুদের বায়নাতে পিকনিকে যেয়ে অনেক ঘোরাঘুরি করার পর উচু পাহাড়ের টিলার উপর ওঠার পর সে সেখান থেকে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হযলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
