মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে নৌকার প্রার্থী ডাঃ এ,এস,এম সাগরের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বিকেলে বামুন্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মনোনিত পদ প্রার্থী ডাঃ এ,এস,এম নাজমুল হক সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট শফিকুল আলম, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক মেয়র ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ভেন্ডার।
১৪ দলীয় নেতা কমরেড নুর আহমেদ বকুল, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান এ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, প্রমুখ
লিটন মাহমুদ
মেহেরপুর ২/০১/২০২৪ ইঙ
মোবাইল ০১৯১৯৭১১০৭৮