গাংনী(মেহেরপুর) প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাজিপুর কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ (৪৫) ও রাসেল হোসেন (৪০) আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টার সময় মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক সড়কের চেংগাড়া চোখতোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার বিডি দাস তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ডাক্তার রিয়াজুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে রিয়াজুল ইসলামের অবস্থা গুরুতর তার চিকিৎসা চলছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।