দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক প্রতীককের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায় এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের নেতৃত্বে শহরের কাশ্যপপাড়া ৬ নং ওয়ার্ড থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর থানা সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ বাপ্পি,৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজেদুল আনাম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।