আলমডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচনী প্রচারণায় আলমডাঙ্গাতে সতন্ত্র প্রার্থী ঈগলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৩টায় উপজেলার এটিম মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে এবং কাউসার আহমেদ বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামসুল আবেদিন খোকন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন,ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, ৭০এর অগ্নিসেনা ও বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন পারভেজ, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিপু মাষ্টার, খাসকররা ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, মোয়ার্জেম, মতিয়ার রহমান ফারুখ, কাজী রবিউল হকসহ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন,শেখ হাসিনা সরকার দেশে যে উন্নয়ন ঘটিয়েছে তার বিকল্প আর কেউ হতে পারবেনা । প্রধানমন্ত্রী যেভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে, আমাদেরও স্মার্ট চুয়াডাঙ্গা গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং ঈগল মার্কায় ভোট দিতে হবে।সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছে, আমি এখন চুয়াডাঙ্গা বাসির ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করতে চাই। সৃষ্টিকর্তা যদি চাই তাহলে চুয়াডাঙ্গা জেলাকে আমি স্মার্ট জেলাতে পরিণিত করবো। আর সেজন্য আপনারা সকলেই আগামী ৭ই জানুয়ারি ঈগল প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
আমি রাজনীতিতে দলীয় বিভক্তিতে বিশ্বাসী নয় । সবকিছু ছেড়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে এসেছি।আমি আপনাদেরই সন্তান। উন্নয়নের জন্য মানুষ চুয়াডাঙ্গার ১ আসনে পরিবর্তন চাই। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এ যাবৎ পর্যন্ত আমার উপর হামলা,এমনকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। তাই আলমডাঙ্গা -চুয়াডাঙ্গা থানা মিলে মোট ৪০ টা জিডি করতে বাধ্য হয়েছি আমি।