মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী গণসংযোগ করেছেন। অ্যাডভোকেট মিয়াজান আলী
জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাধারণ মানুষের জনমত সৃষ্টির লক্ষ্যে পাটকেল পোতা, বারাদী বাজার ও সিংহাটী গ্রামে গণসংযোগ ও পথসভায় করেন এ্যাড. মোঃ মিয়াজান আলী, সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ ও সাবেক প্রশাসক, জেলা পরিষদ মেহেরপুর।
মেহেরপুরের জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী এ্যাডঃ মোঃ মিয়াজান আলীর গণসংযোগ।
গণসংযোগকালে এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। গণসংযোগ কালে আমঝুপি সাবেক মেম্বার আনিসুর রহমান সহ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।