স্থানীয় সরকার দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হল রুম এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস প্রমুখ। পরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেন, পক্ষে ও বিপক্ষে উভয় দলকে ই পুরস্কৃত করা হয়।
