নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ৫ জন।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মেহেরপুর কুলার মোড়ে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মাসুদ মহরি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরো পাঁচজন ব্যক্তি। ঘনটা সূত্রে জানা যায় আজ আনুমানিক দুইটার দিকে মেহেরপুর কোর্ট এলাকা থেকে গাংনীর উদ্দেশ্যে ইজিবাইকটি রওনা দেয়। এরপরে, কলার মোড় নাম স্থানে এসে ব্রেক আটকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টিয়ে যায়। এবং ঘটনার স্থলে মাসুদ মহরি মারা যান। তিনি গাংনীর মোহাম্মদপুরের মোঃ ফিরোজ মহরির ছেলে। দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
