মেহেরপুরের আমঝুপিতে প্রবাসী ও মহল্লাবাসীর উদ্যোগে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মান হচ্ছে আমঝুপি পূর্বপাড়া জামে মসজিদ। ইতিমধ্যে নির্মাণ কাজের উদ্বোধন,ও ছাদ ঢালাই এর কাজ শেষ হয়েছে। ৯ এ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পূর্ব পাড়া এলাকায় এ মসজিদের ছাদ ঢালায় কাজের উদ্বোধন করেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ।
এসময় মহল্লাবাসীর সাথে আলোচনা ও দোয়ার মাধ্যমে ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি, এছাড়াও এই মহতি কাজে শরিক হয়ে মসজিদ নির্মান কাজে বিষেশ বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি ও দেন এই সমাজ সেবক। অত্যাধুনিক এই মসজিদ নির্মাণে জমি দান করে সহযোগিতা করেন পূর্ব পাড়ার বাসিন্দা মৃত, ওয়াহেদ আলির ছেলে, প্রবাসী আলি হোসেন এবং জাফর আলি, ও ওয়াছেদ আলি।
দৃষ্টি নন্দন এই মসজিদের পূর্ণাঙ্গ ডিজাইন অনুযায়ী মসজিদটি ৩ তলা বিশিষ্ট, যার প্রথম তলা ও অযু খানা নির্মাণে খরচ প্রয় কোটি টাকার বেশি। জমি দাতা প্রবাসী আলি হোসেন বলেন, একটি মসজিদ সুধু মাত্র ইবাদত খানায় নয় বরং মসজিদ হবে সমাজ কল্যাণ কাজের জন্য, আলোকিত মানুষ তৈরির জন্য, তাই আপনারা এই মসজিদ নির্মাণে সহযোগিতার মাধ্যমে অবশ্যই শরিক হন।
মসজিদ কমিটির সভাপতি, মোজাম্মেল হক থান্দার বলেন, এখানে ছোট্ট একটি ওয়াক্ত মসজিদ ছিল, তার পরিবর্তে আমরা এমন একটি মসজিদ নির্মাণ কাজ হাতে নিয়েছি। ইতিমধ্যে অনেকে সহযোগিতা করেছেন এবং আপনারাও আল্লাহর ঘর মসজিদ নির্মাণে শরিক হয়ে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মসজিদ
মসজিদ নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করতে উক্ত নাম্বারে যোগাযোগ করে মুক্ত হস্তে দান করুন৷ মোবাইল নং 01998126746 বিকাশ,, মসজিদ কর্তৃপক্ষ।