সিএনজি অটোরিকশা মসজিদের সামনে রেখে নামাজ পড়তে যান চালক মেহেদী হাসান। তার পেছনের সারিতে নামাজে দাঁড়ায় চোর চক্রের সদস্যরা। নামাজ চলাকালীন মসজিদ থেকে বের হয়ে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় তারা। নামাজ শেষে মেহেদী দেখেন অটোরিকশা নেই।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাশ উত্তর ইউনিয়নের আদমসার এলাকার মসজিদে জুমার নামাজের সময়ে অটোরিকশা চুরির এ ঘটনা ঘটে।
ঘটনার পর জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বুড়িচং উপজেলা থেকে অটোরিকশাটি উদ্ধার করেন চালক নিজেই। এ সময় স্থানীয়দের সহযোগিতায় একজনকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।