আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ লাভলু হোসেন (৩৩), নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
বুধবার বিকাল ৪:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন পাইকপাড়া গ্রামস্থ পারকুলা আনন্দবাজার সংলগ্ন মুন্না শাহ (৩৩), পিতা রবিউল মোল্লার মোটর গ্যারেজের সামনে হইতে আসামী মোঃ লাভলু হোসেনকে গ্রেফতার করা হয়।
এসময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই সঞ্জিত সাহা,ও এএসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
আসামী মোঃ লাভলু হোসেন আলমডাঙ্গা থানার ওসমানপুর গ্রামের মো: লাল চাঁদের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
