মেহেরপুর শহরের কাথুলী সড়কে একটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল ঔষধ বিক্রির দায়ে সেবা ফার্মেসীর মালিক রায়হানুল ইসলাম নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে সেবা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতে বসানো হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন এর নেতৃত্বে মেহেরপুর কাথুলী সড়কে সেবা ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় সেবা ফার্মেসি থেকে ৪৫৪ পিস ভেজাল ঔষধ (জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নেপ্রজেন) উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ড্রাগ-আইনের ১৯৪০ এর ১৮ ধারা ভঙ্গ করাই ২৭ ধারায় সেবা ফার্মেসির মালিক রায়হানুল ইসলাম এর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মহসিনিল মাহাবুব মেহেরপুর জেলা প্রশাসনকে অবহিত করেন।পরে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
previous post