হাফিজুর রহমান
মেহেরপুর পুলিশ লাইন্স এ মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ মে), সকালে মেহেরপুর পুলিশ লাইন্স টিনসেডে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সভায় বক্তব্য রাখেন। এসময় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেহেরপুর জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে মুল্যবান বক্তব্য পেশ করেন এস এম মুরাদ আলি স্যার।