নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪০তম মৃত্যুবার্ষিকীতে দলীয় এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা বিএনপি অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফজলু খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা বিএনপির অন্যতম নেতা শাজাহান সাহান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু সহ
জেলা যুবদলের সহ-সভাপতি মুশারফ হোসেন তপু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সুজন, যুগ্ম সম্পাদকনওশেল আহমেদ রনি,মুজিবনগর যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাবেদ সেনজির, সহ-সভাপতি তৌফিক এলাহী শাকিল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহিম আহনাফ লিংকনসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
