মেহেরপুর সদর উপজেলা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সংন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বালক বালিকাদের ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, সাঁতার এবং দাবা প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সভাপতি তো করেন নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসানের ,
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অন্যদের মধ্যে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুজ্জামান,
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।