মেহেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে শুরু হয়েছে স্কুলপড়ুয়া 12 অব্লিক 17 শিক্ষার্থীদের কোভিদ টিকাদান কর্মসূচি। শনিবার মেহেরপুর সরকারি কলেজের একাডেমি ভবনে সকাল থেকেই কোভিদ টিকা প্রদান শুরু হয়েছে। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা দেওয়ার জন্য সরকারি কলেজে আসেন। জানা গেছে আজ প্রথম দিন সদর উপজেলার বারোটি বিদ্যালয়ের 2 হাজার ছাত্র ছাত্রীকে টিকা প্রদান করা হবে। প্রথমদিনে 1 হাজার 7 শত শিক্ষার্থীকে করোনা ভাইরাস প্রতিরোধ প্রথম দজ দেওয়া হয়।সরজমিনে গিয়ে দেখা মেহেরপুর সরকারি কলেজের ৩ টি বুথে ২ হাজার শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচী চলছে। টিকা নিতে আসা শিক্ষার্থী লাবনী খাতুন বলেন , এ খানে মেয়েদের কোন নিরাপত্তা নেই। টিকা দিতে দোতালায় উঠার সময় ছেলে মেয়ে কে এক সাথে ঠাসা ঠাসি করে উঠতে হচ্ছে। এসময়শিক্ষর্থী কুলসুম আরা বলেন. এখানে কোন সমস্যা হলে অভিযোগ দেবার মতো কাউকে পাওয়া যাচ্ছেনা। এমনকি আমাদের শিক্ষকরাও আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে হারিয়েগেছে।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখন থেকে প্রতিদিন গড়ে ২ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে বলে ডাঃ অলোক কুমার দাস জানান। উল্লেখ্য গত ২৫ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধক টিকা দেয়া শুরু হয়েছিল।
