মেহেরপুরের মুজিবনগর ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল” ও বিশিষ্ট সমাজসেবক” আলহাজ্ব আব্দুল জলিল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শনিবার সকাল ৮ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরে ঢাকা রেফার করা হয়।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল জলিলের স্ত্রী দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রহী রয়েছে।
মরহুমের জানাযার নামাজ আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় আমঝুপি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।